|
|
গোপাল চন্দ্র সাহা
|
|
জনাব গোপাল চন্দ্র সাহা ১৯৬৮ সালে মাদারীপুর জেলার ফুলতলা কাশিমপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ভাংগা বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৩ সালে মাধ্যমিক এবং ভাংগা কে এম কলেজ হতে ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। তিনি মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন কলেজ হতে বি,কম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে এম, কম ডিগ্রী অর্জন করেন।
জনাব গোপাল চন্দ্র সাহা ১৯৯৫ সনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অর্থ পুলে সহকারী পরিচালক পদে চাকুরী জীবন শুরু করেন।পরবর্তীতে চট্টগ্রাম হিসাব অফিসে এবং ঢাকা নদী বন্দর হিসাব অফিসের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়ে খুলনা হিসাব অফিসের দায়িত্ব প্রাপ্ত হন। ২০০৫ সালে ঢাকা অর্থ বিভাগ ও ২০০৬ সালে হিসাব বিভাগে কর্মরত ছিলেন।
২০০৬ সালে যুগ্ম-পরিচালক পদে পদোন্নতি পেয়ে হিসাব বিভাগে বুকস্ শাখায় দায়িত্ব পালন করেন।২০০৮ সালে অর্থ পুলের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত হন।
২০০৯ সালে পরিচালক, অর্থ(চলতি) এর দায়িত্ব পালন করেন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত পরিচালক হিসাব ও পরিচালক, অর্থ (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে পরিচালক, অর্থ পদে পদোন্নতি পেয়ে অদ্যাবধি অর্থ বিভাগে দায়িত্বরত রয়েছেন।
|
↑ Return to Finance