layout: 9
Create an account
আবেদন এর জন্য নিম্নে উল্লেখিত ফর্মটি অবশ্যই বাংলা ইউনিকোড ফন্টে পূরণ করতে হবে৷ শুধুমাত্র নিজ নাম বাংলা এবং ইংরেজীতে লিখতে হবে। অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে । বাংলা ইউনিকোড ফন্টে টাইপ করার জন্য এই লিংকটিতে (http://www.google.com/intl/bn/inputtools/try/) ক্লিক করুন৷ অথবা আপনার কম্পিউটার এ গুগল ইনপুট টুলস এর মাধ্যমে ইউনিকোডে বাংলা টাইপিং প্রক্রিয়া ইনস্টল করার জন্য এই লিঙ্কটিতে যান (http://www.google.com/intl/bn/inputtools/windows/) ৷ এছাড়াও আপনি অভ্র অথবা যেকোনো বাংলা ইউনিকোড ফন্টে এই ফর্মটি পূরণ করতে পারেন।চাকুরীর জন্য আবেদন ফর্মটি সাবমিট করার পর যে Applied ID টি দেয়া হবে সেটা সংরক্ষণ করে রাখুন। পরিবর্তিতে সকল ক্ষেত্রে এই নম্বর টি দরকার হবে।